মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান নামে এক কলেজ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নিহত মিজানুর কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। জানা যায়, দুপুরে বাড়ির সামনে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় মিজানুর রহমান। পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে রাজাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান জানান, মেধাবী ছাত্র মিজানুরের মৃত্যু মেনে নেয়ার মতো নয়। এ সকল কাজ করতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন