সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্র্মাণ কাজ শুরু হওয়ার পর অর্ধেক কাজ বাকি থাকতেই অর্থ সংকটে বন্ধ হয়ে গেছে মসজিদের নির্র্মাণ কাজ। ফলে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলার বালিয়াটি ইউনিয়নের মুন্সিচর পশ্চিমপাড়া জামে মসজিদের নির্র্মাণ কাজ শুরুর পর ছাদ করে বাকি কাজ অর্থ সংকটে বন্ধ রয়েছে কয়েক মাস। সরেজমিনে বালিয়াটির মুন্সিচর গ্রামে গিয়ে জানা যায়, ২৫ বছর আগে মুন্সিচর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় টিনের ঘর দিয়ে। দিন দিন মুসল্লি সংখ্যা বাড়তে থাকায় বছরখানেক আগে মসজিদ কমিটি পাকা মসজিদ নির্র্মাণের কাজ শুরু করে। কিন্তু মসজিদের ছাদ ঢালাইয়ের পর গ্রামবাসীর সাধ্য মতো দেয়া সব টাকা শেষ হয়ে যাওয়ায় বর্তমানে মসজিদের নির্র্মাণ কাজ বন্ধ রয়েছে। আর মসজিদের নির্মাণ কাজ বন্ধ থাকায় এলাকার শত শত মুসল্লির নামাজ আদায়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। মসজিদের ইমাম মাওলানা মো. ইউসুফ ইনকিলাবকে জানান, কোনো রকমে পাটি বিছিয়ে নামাজ আদায় করেছেন মুসল্লিরা, কিন্তু বৃষ্টি এলে বাতাসে পানি ঢুকে নামাজে আদায় করার মতো অবস্থা থাকে না। স্থানীয় সমাজসেবক ফারুখ হোসেন ইনকিলাবকে জানান, এলাকার লোকজন সাধ্যমতো সহযোগিতা করেছেন মসজিদ নির্মাণে। এখন বাইরের লোকজনের আর্থিক সহযোগিতা ছাড়া বাকি কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। মসজিদের সাধারণ সম্পাদক মো. নয়া মিয়া ও অর্থ সম্পাদক মো. রজ্জব আলী ইনকিলাবকে জানান, এ মসজিদে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পায়নি। কমিটির লোকজনের কাছে যে টাকা ছিল নির্মাণ কাজ করতে গিয়ে তা শেষ হয়ে আরো ১ লাখ টাকা ঋণ হয়েছে। মসজিদের সভাপতি আবদুর রহমান ইনকিলাবকে জানান, বছরখানেক আগে শুরু করা হলেও আর্থিক সংকটে মসজিদটির নির্মাণ কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এখন আর্থিক সহযোগিতা না পেলে নতুন করে নির্মাণ কাজ শুরু করা সম্ভব নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন