লৌহজেং নিষেধাঙ্গা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরায় ৭৩ জন জেলেকে জেল এবং জরিমানা করা হয়েছে। তাদের নিকট থেকে এসময় ৫০ কেজি ইলিশ মাছ এবং ২ লাখ মিটার জাল জব্দ করা হয়।
গত শনিবার লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পদ্মা নদীতে অভিযান চালনা করে। এসময় লৌহজেংর বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে নিষেধাঙ্গা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৭৩ জন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত আটককৃত ৬৯ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ৪ জনকে ১১ হাজার টাকা করে জরিমানা করে। জব্দকৃত ৫০ কেজি মা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদরাসায় দিয়ে দেয়া হয়। অভিযানে আরো ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন