লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ড নুরিয়া হাজীরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় হাজীরহাট বাজারে ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় দারোগা বাড়ির মো. মিজানুর রহমান তার দোকানের ছাদ ঢালাই করতে শ্রমিক নিযুক্ত করেন। ছাদের উপর থাকা বিদ্যুৎ লাইনের তার থেকে এই পাঁচ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১২ জন শ্রমিক দোকানের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। ছাদের উপরে মূল লাইন থাকায় সেখান থেকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রায়হান (৩৫) ও মিরাজের (৩২) অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারিজাত দত্ত জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন