শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিকলীগ নেতার ওপর সশস্ত্র হামলা ,এক হাত বিচ্ছিন্ন

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:২৯ এএম

জেলার কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যদা (৩৫) এর বাম হাত কব্জি বরাবর কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা জুয়েলের ডান হাত ও দুই পাও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
বুধবার রাত আট টার দিক রজপাড়ায় নাসির সিকদারের দোকানের সামনে একদল সশস্ত্র সন্ত্রাসীরা জুয়েলকে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে কোপায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। জুয়েলকে প্রাথমিকভাবে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জুয়েলও একাধিক মামলার আসামি ইতিপূর্বে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন