বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মংলায় নেশার টাকা না পেয়ে হামলা

মংলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১:০০ পিএম

মংলায় নেশার টাকা না পেয়ে এক যুবকের উপর হামলা চালানো হয়েছে। আহত যুবকটির নাকের হাড় ভেঙ্গে যাওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রুগীকে খুলনায় যেতে বলেছেন।
মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোঃ নাহিদ হোসেন জানায়, মোংলা ইপিজেডের মধ্যে সাব কনটাক্টে কাজ করাই। কাজ শেষে রোববার রাত ৯টার দিকে সিগনাল টাওয়ার এলাকায় গেলে রাজু হাওলাদার, রানা হাওলাদারসহ ৬জন নেশা করে আমার সামনে এসে মদ খাওয়ার জন্য এক হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকার করায় আমার উপর হামলা করা হয়। আমার আত্মচিৎকারে লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় ।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মালিহা জানান,গুরুতর আঘাতে নাহিদের নাকের হাঁড় ভেঙ্গে গেছে। তাই নাহিদকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় যেতে বলা হয়েছে। তার শারিরীক আবস্থা খুবই খাবাব।
মোংলা থানার ডিউটি অফিসার এএসআই রাসেল জানান,আহত আবস্থায় লোকজন নাহিদকে থানায় নিয়ে আসলে তাকে আগে চিকিৎসা নিতে হাসপাতালে পাঠিয়েছি।লিখিতভাবে অভিযোগ পেলে মামলা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন