কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জয়কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাদিছ মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঝাউতলা বাজারে জয়কা ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাব উদ্দিন সরকার, জেলা যুবলীগ নেতা ইবনে আব্দুল্লাহ শাজাহান, নোয়াবাইদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মামুন প্রমুখ। মানববন্ধন শেষে করিমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন