শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাজার বিঘা জমির বীজতলা ও রোপা আমন পানির নিচে

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

জিএম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা গেটের দুরাবস্থায় এলাকার হাজার হাজার বিঘা আবাদি জমির বীজতলা ও রোপণকৃত ধান জলমগ্ন হয়ে পড়েছে। চলতি মৌসুমে আমন ফসল পাওয়া সম্ভব হবে কিনা এ নিয়ে কৃষকদের মনে সংশয় সৃষ্টি হয়েছে। আনুলিয়া ইউনিয়নের একসরা, পাইকপাড়া, মির্জাপুর, আনুলিয়া, বল্লভপুর, বাসুদেবপুর ও রাজাপুর গ্রাম ও বিলের প্রায় ৫ হাজার বিঘা জমির পানি নিষ্কাশন হয়ে থাকে পাকিস্তান প্রিয়ডে নির্মিত ছোট্ট একটি এক ফোকড়ের গেট দিয়ে। গেটের নদীর পার্শ্বে সেই মান্ধাতা আমলের লোহার পাট ইতোমধ্যে ফেটে গেছে। ভেতরের পাট অনেক আগে থেকেই সম্পূর্ণভাবে নষ্ট। স্থানীয়রা ভেতরের পাটটি তক্তা দ্বারা যেনতেনভাবে নির্মাণ করে ব্যবহার করছে। বাইরের পাট ফাটা থাকায় জোয়ারের পানি অনায়াসে ভেতরে ঢুকে থাকে। এছাড়া গেটের পাইপ মাঝ বরাবর বসে গিয়ে ও লোনা খাকরার কারণে পানি কমই বের হয়ে থাকে। এছাড়া নদী ও খালের নব্য হ্রাস পাওয়ার কারণে যতটুকু পানি বের হয় তার থেকে বেশি পানি আবার ঢুকে থাকে। এনিয়ে কৃষকরা প্রতিবছর নাকানি চুবানি খেয়ে আসছে। তার উপর সম্প্রতি বৃষ্টিপাত ও ডাঙ্গার পানির প্রভাবে বিলগুলোর প্রায় ৩ হাজার বিঘা জমির বীজতলা ও রোপণকৃত ধান পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে চলতি বছরের আমন ফসল বিনষ্টের সমূহ সম্ভাবনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে গত শনিবার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসরা খাল ও গেট পরিচালনা কমিটির উদ্যোগে কমিটির সদস্য, ভূমি মালিক ও সচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গোলাম কুদ্দুছ গাজীর সভাপতিত্বে সভায় ইউপি সদস্য শাহাবুদ্দিন সানা, প্রাক্তন মেম্বার আবজালুর রহমান ও মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, একসরা লায়ন্স ক্লাব সভাপতি আছাদুল গাজী, গেট কমিটির সেক্রেটারি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নূরুল আলম গাজী প্রমুখ আলোচনা রাখেন। সভায় গেটের লোহার ভাঙা পাট সরিয়ে স্থানীয়ভাবে নির্মিত কাঠের পাট স্থাপন করা এবং মান্ধাতা আমলের এক ফোকড়ের গেটটি ভেঙে একটি স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়ে ঊর্ধŸতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া একটি স্বার্থান্বেষী মহল গেটের খালে বাঁধ-নেটপাটা দিয়ে মাছ চাষ করার ষড়যন্ত্র চালাচ্ছে এমন অভিযোগ এনে ঊর্ধŸতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন