শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নয় মাস ধরে নিখোঁজ সুন্দরগঞ্জের আইয়ুব

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজাম খাঁ গ্রামের আমিন উদ্দিনের পুত্র আইযুব আলী দীর্ঘ ৯ মাস ধরে নিখোঁজ রয়েছে। ৩ সন্তানের জনক আইয়ুব একজন শ্রমিক। লেখাপড়া নেই বললে চলে। পরিবারের ভরণ-পোষণের জন্য ঢাকাসহ বিভিন্ন শহরে রিকশা চালাতো সে। গত ডিসেম্বর মাসে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় আইয়ুব। সেদিন থেকে তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। আইয়ুবের আত্মীয়-স্বজন ও স্ত্রীসহ অনেকেই খোঁজে বের হলেও তার সন্ধান মেলেনি। গ্রামের অনেকেই ভাবছেন আইয়ুব অন্য কোন মেয়েকে বিয়ে করে গোপন সংসার করছেন। আবার অনেকেই ভাবছেন স্ত্রী সন্তানদের ভুলে গিয়ে আইয়ুব নিজেই আত্মগোপন করেছেন। নানা জনের নানা কথার মাঝেও অনেকেই বলছেন সে জঙ্গি কাজে সংশ্লিষ্ট হয়েছেন। খোঁজ-খবর করে কোন সন্ধান না মেলায় অবশেষে গতকাল বুধবার স্ত্রী শাহিনুর বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। আইয়ুবের স্ত্রী শাহিনুর জানান, প্রায় ১২/১৩ বছর থেকে ঢাকাসহ বিভিন্ন শহরে রিকশা চালাত। প্রতি সপ্তাহে মোবাইলে কথা বলে বাড়ির খোঁজ-খবর নিত ও বিকাশের মাধ্যমে টাকা পাঠাতো। প্রতিমাসেই একবার বাড়িতে আসত। কিন্তু গত ডিসেম্বর মাসে বাড়ি থেকে বের হওয়ার পর পবিবারের কোন খোঁজ-খবর না নেয়ায় আমরা চিন্তিত হয়ে পড়ি এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুঁজি করি। কিন্তু তার সন্ধান মেলেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন