শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী গোলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের শ্রী মানিকের কন্যা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী কল্পনা রাণী (৯) অভিমান করে আতœহত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান। নিহত ছাত্রীর পিতা মানিক ও মাতা শুরুবালা জানান, তারা সকাল বেলা নাস্তা খেয়ে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য হাতে ১০ টাকা দিয়ে স্বামী-স্ত্রী কাজে বেরিয়ে পড়েন। সকাল ১০টার সময় পিতা-মাতা খবর পায় কল্পনা তাদের সয়ন ঘরে শাড়ি কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। বিদ্যালযের প্রধান শিক্ষক শামীম-ই-একরাম বলেন, কল্পনার পিতা-মাতা গরীব অন্যের কাজ করে সংসার পরিচালনা করে। তিনি অন্যের কাছ থেকে শুনেছেন পিতার দেয়া ১০ টাকা কল্পনার ছোট ভাই হারিয়ে ফেলেছে। এ নিয়ে ভাইবোনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। বাবার কাছে কি জবাব দেবে এরই আতঙ্কে কল্পনা আতœহত্যা করেছে বলে তিনি মন্তব্য করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন