শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভেকুর চেইন মাথায় পড়ে চালক নিহত

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে ভেকু মেরামত করার সময় চেইন ছিঁড়ে মাথার উপর পড়ে চালক নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শরীফুল ইসলাম (২৭) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বকচর গ্রামের আলাউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নামা গেন্ডা মহল্লায় একটি খালি জায়গায় ভেকু মেরামত করার কাজ করছিলেন শরীফুল ইসলাম। তখন ওই ভেকুর চেইন ছিঁড়ে তার মাথার উপরে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন