মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার মস্তননগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সাখাওয়াত হোসেন (২৬) ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের নুরুল আবছারের ছেলে ও জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল আল মমিন। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, মঙ্গলবার রাতে হাজীশ্বরাই এলাকার রুবায়েত হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। ওই রাতে সে থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ভোর রাতে চোরাই মোটরসাইকেলসহ সাখাওয়াত ও আব্দুল আল মমিনকে মস্তাননগর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন