রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাষিদের অনশন : মৃত্যু ১

জমি রক্ষা ও বাঁধ নির্মাণের প্রতিবাদ

হিলি বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলের আবাদি জমি রক্ষা ও বিলে বাঁধ নির্মাণের প্রতিবাদে ৮দিন ধরে অনশন কর্মসুচী পালন করে আসছেন আশুরার বিল পাড়ের কয়েক হাজার ভ‚ক্তভোগী চাষি পরিবারের নারী-পুরুষ শিশুরা। এদিকে অনশনরত অবস্থায় গোলাপ সরকার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও অনশনরত আরও ৫ জন অসুস্থ্য হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনশনরত অবস্থায় গোলাপ সরকার অসুস্থ্য হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে সে মারা যান। গত শুক্রবার সকাল ১০টায় তার নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নিহত গোলাপ সরকার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর আদর্শগ্রামের জব্বার সরকারের ছেলে।
আবাদী জমি রক্ষা ও আশুরার বিলে বাঁধ নির্মাণের প্রতিবাদে কয়েক হাজার নারী-পুরুষ-শিশু গত ৩০ অক্টোবর থেকে অনশন শুরু করে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত চলছে। গত শুক্রবার তারা মাথায় কাফনের কাপড় পড়ে আশুরার বিলে অনশন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন