গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেনÑ মো. ওমর সানি, শামীম মিয়া, রাব্বী মিয়া, ইভা আক্তার, আঁখি আক্তার, ওয়াজকুরনি, শামীম ও মেহেদী হাসান। আহত সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি গ্রæপে বিভক্ত হয়েছে। আর এই প্রভাব বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল ও গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং সম্ভাব্য নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মো. শাহ-আলম এই দু-গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম এর দলীয় অফিস ভাঙচুর করা হয়। অপরদিকে বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জুয়েলের সমর্থকের একটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়।
গজারিয়া থানার ওসি মামুন আল রশিদ জানান, ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন