শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধর্ষণের হুমকির অভিযোগে ইউপি সদস্য আটক

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

গৃহবধূকে মোবাইলে ধর্ষণের হুমকি ও ব্লাকমেইল করে মোটা অংকের টাকা দাবি করার অভিযোগে এনামুল হক ওয়াজ আলী নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার টাঙ্গাইলের মির্জাপুর আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এদিকে আজগানা ইউপির সাবেক সদস্যকে আটকের পর থেকে তার পুত্র রনির হুমকিতে অভিযোগকারী দুই সন্তানের জননী নিরাপত্তাহীনতায় ভোগছেন। জানা যায়, বেলতৈল গ্রামের জামাল উদ্দিনের পুত্র ও সাবেক ইউপি সদস্য এনামুল হক ওয়াজ আলী দীর্ঘদিন ধরে পাশের বাড়ির রুস্তম আলীর স্ত্রীকে বাড়িতে গিয়ে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইলে ধর্ষণের হুমকি দেয় এবং ব্লাকমেইল করে টাকা দাবি করে। এই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাবি করলে অভিযুক্ত ইউপি সদস্যের পুত্র রনি ক্ষিপ্ত হয়ে হাটুভাঙা বাজারে রুস্তম লাইব্রেরি এন্ড কসমেটিকসে ভাঙচুর করে। এদিকে গত সোমবার রুস্তম আলীর স্ত্রী বাদী হয়ে সাবেক ইউপি সদস্য এনামুল হক ওয়াজ আলী ও তার পুত্র রনিকে আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার বলেন, অন্যায় করলে পার পাওয়ার সুযোগ নেই। অসহায় গৃহবধূ থানায় অভিযোগ করেছে। আইনগতভাবে যা হবার তাই হবে। মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. ইকরামুল হক বলেন, এনামুল হক ওয়াজ আলীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন