শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় আবার ব্যতিক্রমধর্মী রায় ৭ টি শর্তে মুক্তি, শর্ত ভাঙ্গলে জেল

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০০ পিএম

মাগুরায় আবারও ব্যক্তি আচরণ সংশোধনসূচক ব্যতিক্রমী রায় দিয়েছেন আদালত। মাদকের একটি মামলায় দুই আসামিকে গাছ লাগানোসহ সদাচরণের জন্য সহায়ক সাতটি নির্দেশনা বা শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। শর্ত ভাঙলে প্রত্যেককে নির্ধারিত তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক মোহাম্মদ বুলবুল ইসলাম এ রায় দেন। শান্তি বজায় রাখবেন; সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন; আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন; কোনোরূপ মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না; কোনো খারাপ সঙ্গীর সঙ্গে আর মিশবেন না; পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে পাঁচটি বনজ ও পাঁচটি ফলদ গাছ লাগাবেন এবং তা পরিচর্যা করবেন মর্মে শর্ত দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন