আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়ার সান্তাহারে পৃথক দুই স্থান থেকে পুলিশ এক মহিলাসহ দুই জনের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে। সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পোওতা বাইপাস রেলগেটের উত্তর পার্শ্বের টিকরী পাড়ার নিকট খুলনা থেকে পারবর্তীপুরগামী তেলবাহী ট্রেনে আনুমানিক (৩০) বছর বয়সের অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে ছিল হাফ সাদা গেনজি ও খয়রি রংঙ্গেও ফুল প্যান্ট। এছাড়াও আহসানগঞ্জ বীর কূটশা রেল ষ্টেশনের মাঝপথ এলাকা থেকে ৪০/ ৪৫ বছর বয়সের ট্রেনে কাট অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে স্থানীয় রেলওয়ে থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
গৃহবধূকে ধর্ষণ
সান্তাহার শহরের তিয়রপাড়ায় গত মঙ্গলবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতা ওই গৃহবধূ দুই জনকে অভিযুক্ত করে আদমদীঘি থানায় মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শহরের তিয়রপাড়ার ছাইফুল ইসলামের স্ত্রী (২২)-কে মৃত আব্দুস সামাদের ছেলে প্রতিবেশী লাভলু কৌশলে তার বাসায় ডেকে নিয়ে সে ও তার প্রভাসী বন্ধু জুয়েল জোরপূর্বক ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। গৃহবধূ জানায়, তার স্বামী লাভলুর বাসায় কাজ করে আসছিল। তার স্বামীকে কাজের জন্য বাইরে পাঠিয়ে দিয়ে কৌশলে তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে গত বুধবার ভিকটিম নিজেই বাদি হয়ে ধর্ষকদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন