হিলি সংবাদদাতা
হিলি সীমান্তের পার্শ্ববর্তী জয়পুরহাটের আটাপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে জাপানের তৈরী একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিব। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টায় হিলির বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল সীমান্তবর্তী জয়পুরহাটের আটাপাড়া নামক স্থানে হিলি থেকে ছেড়ে[ যাওয়া জয়পুরহাট গামী খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালায়। এ সময় বাসের বাঙ্কারে জিরা ভর্তি একটি প্যাকেটের ভিতরে বিশেষ ভাবে লুকিয়ে রাখা জাপানের তৈরী একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব অস্ত্র সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনা হয়ে ছিলো বলে বিজিবি জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন