নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু সন্তানদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের নারীসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার টেকদাসেরদিয়া এলাকায় ঘটে এ ঘটনা ঘটে। ফারুক দেওয়ান জানান, বৃহস্পতিবার সকালে তার ছেলে শাহিন মিয়ার সঙ্গে অপর শিশু সানির ঝগড়া হয়। দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে টেকদাসেরদিয়া এলাকার দুলাল, ফটিক জামান, ইকবাল, জালাল, নুরুজ্জামানসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফারুক দেওয়ানের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফারুক দেওয়ান, স্ত্রী শাহেরা বেগম, ছোট ভাই উজ্জল, ছোটবোন রতœা আকতার ও ভাগিনা ইয়াছিনকে পিটিয়ে আহত করে। শুধু তাই নয়, শাহেরা বেগমকে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন