শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কারখানা শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিস্যু কারখানার শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দড়িকান্দি এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে, গত ৬ আগস্ট মধ্যে রাতে উপজেলার মঠেরঘাট এলাকায় গণধর্ষণের শিকার হন ওই শ্রমিক। গ্রেফতারকৃতরা হলো দড়িকান্দি এলাকার দিলু মিয়ার ছেলে শাওন মিয়া (২৫) ও আনোয়ার হোসেনের ছেলে রিপন মিয়া। রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসীম উদ্দিন জানান, উপজেলার মঠেরঘাট এলাকার বাংলা টিস্যু কারখানায় ওই শ্রমিক কাজ করে আসছিলো। গত ৬ আগস্ট মধ্যে রাতে শাওন মিয়া ও রিপন মিয়া শ্রমিককে জোরপূর্বক গণধর্ষণ করে। পরে ধর্ষকদের সহযোগী ফরিদ নামে অপর যুবক জোরপূর্বক ওই শ্রমিকের নগ্ন ছবি তোলে। এরপর নগ্ন ছবি ফেইসবুকে দিয়ে দেয়া হবে বলে ধর্ষিতার পরিবারের কাছে দেড় লাখ টাকা দাবি করে ধর্ষকরা। লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন বেশ কয়েক দিন চুপ ছিলো। ধর্ষকদের দাবিকৃত টাকার অব্যাহত চাপের মুখে ধর্ষিতার পরিবারের সদস্যরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ধর্ষিতা শ্রমিকের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দুপুরে অভিযুক্ত ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। অপর দিকে, বরপা এলাকার এক মানবাধিকার কর্মীকে ধর্ষণ করা মামলায় রুবেল (৩০) নামে এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। রুবেল বরপা এলাকার ইউনুছ আলীর ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন