শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ

স্টাফ রিপের্টার, রাঙামাটি থেকে | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাঙামাটির বাঘাইছড়িতে দুই উপজাতীয় আঞ্চলিক দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে। গত শুক্রবার দিনগত রাতে জেএসএস (সন্তু) ও জেএসএস (এএনলারমা)-এর ক্যাডাররা এই গোলাগুলিতে লিপ্ত হয়। এতে উভয় পক্ষ প্রায় ৪০০ রাউন্ড গুলিবর্ষণ করে, এতে জেএসএস (সন্তু) দলের দুই জন নিহতের সংবাদ ছড়িয়ে পরলেও পুলিশ ও আঞ্চলিক দুই সংগঠন নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ১৩ নভেম্বর রাত ১০টায় উপজেলার তালুকদারপাড়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ওসি এসআই আসাদুজ্জামান গুলাগুলির বিষয়টি শিকার করে ৪০০ রাউন্ড গুলিবিনিময়ের কথা নিশ্চিত করেন। ঘটনার পরপরই বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করে। তবে হতাহতের কোন আলামত পাওয়া যায়নি বলে জানায় বিজিবি। এদিকে ভয়ানক এই গুলি বিনিময়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এ বিষয়ে আঞ্চলিক দলের কোন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন