শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্কুলের প্রধান শিক্ষককে হয়রানি করায় মানববন্ধন

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি উড়ো লিফলেটের মাধ্যমে মিথ্যা অপরাধ লিখে হয়রানি করা হচ্ছে। সরেজমিন গিয়ে জানা যায়, গত এক সপ্তাহ ধরে স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে রাতের আঁধারে বিভিন্ন ধরনের প্রপাকা- বেনামিতে লিখে লিফলেটের মাধ্যমে মিথ্যা অপবাদ পুঁজি করে বিনা কারণে তাকে চাকরি থেকে অপসারণের উদ্দেশে কতিপয় ব্যক্তি মিথ্যা আশ্রয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। লিফলেট পেয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা মিথ্যা এর প্রতিবাদে স্কুল আঙ্গিনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা জানায় আমাদের প্রাণ প্রিয় শিক্ষককে কিছু কুচক্রি মহল স্কুলে বিভিন্ন কাজে সুবিধা করতে না পেরে তাকে হেয় প্রতিপন্ন করে চাকরিচ্যুত করার চেষ্টা করছে। দশম শ্রেণির ক্লাস ক্যাপটিন মোঃ তানবির মাহমুদ এ প্রতিবেদককে বলেন, যারা এই মিথ্যা অপবাদ দিয়ে লিফলেট ছিটিয়েছে, তারা শুধু প্রধান শিক্ষককের মানসম্মান নষ্ট করেননি, পুরো শিক্ষা-প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করেছেন। আমরা সকল ছাত্র-ছাত্রী এর নিন্দা জানাই এবং তাদের বিচার দাবি করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন