নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুলী ইউনিয়নের মুশুলী তারেরঘাট গ্রামের জনৈক প্রবাসী আঃ কাইয়ুমের শিশু পুত্র তাহসিম (৮) গত ১৫ আগস্ট হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হলে ওই দিনই নান্দাইল মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়। একটি মোবাইল কলের সূত্র ধরে ময়মনসিংহ ডিবি পুলিশ গত বুধবার সন্ধ্যায় একই গ্রামের আবু তাহের (৪০) ও তার স্ত্রী তহুরা খাতুন, দুই ছেলে সাকিব (২০) ও শহীদ (১৮)কে আটক করে নান্দাইল মডেল থানায় নিয়ে আসে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতেই ময়মনসিংহ ডিবি পুলিশ ও নান্দাইল মডেল থানা পুলিশ আটককৃতদের বাড়ির টয়লেটের ট্যাংকির ভিতর থেকে অপহৃত শিশুটির লাশ উদ্ধার করে। নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, গৌরীপুর সার্কেলের এএসপি মোঃ আকতারুজ্জামান, ডিবির ওসি, ইমারত হোসেন গাজী উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তাগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন