মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে হাসান (৪০) নামে এক ট্রাকচালক ভস্মীভূত হয়ে মারা গেছে। এ ঘটনায় ট্রাকে থাকা আবদুল আলিম (৪৮) নামে এক বালু ব্যবসায়ীর শরীর আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে একঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আছিমতলা নামক স্থানে। নিহত ট্রাকচালক হাসানের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গবিন্দাদাসী ও আহত আব্দুল আলীমের বাড়ি একই উপজেলার সারিয়াকান্দি এলাকায়। আহত আব্দুল আলীমকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানান, ঢাকাগামী বালুভর্তি ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্যাসচালিত বালুভর্তি ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে গ্যাসচালিত ট্রাকের চালক ভস্মীভূত হয়ে মারা যায় এবং চালকের পাশে বসে থাকা বালু ব্যবসায়ীর শরীর ঝলসে যায়। মুহূর্তেই আগুন তেল চালিত অপর দুই ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলচাল বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কে টহলে থাকা মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল এক ঘণ্টা সময় ধরে বন্ধ হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ট্রাক দুটি মহাসড়ক থেকে সড়িয়ে নিলে সকাল সোয়া ৭টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। এ ব্যাপারে মির্জাপুরের হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, নিহতের পরিবারের লোকজন আসতেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন