কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে মাদারীপুরের কালকিনি উপজেলার মাদ্রাসার শিক্ষকবৃন্দ। গত বুধবার বিকেলে কালকিনি থানার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, মাদারীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী ও কালকিনি পৌর মেয়র এবং পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদার। সভা পরিচালনা করেন মোল্লারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু রাফে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন