শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জাতীয় পরিচয়পত্র ১০ বছর বয়সেই

কিশোর অপরাধীদের চিহ্নিতের জন্যই এই ডাটাবেজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

দেশের সব শিশু-কিশোরের তথ্য কেন্দ্রীয় তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। ফলে এখন থেকে জাতীয় পরিচয়পত্র ১০ বছর বয়সী শিশুরাও পাবে। ইসি বলছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পাবেন এই কার্ড। এর মাধ্যমে কিশোর অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইউনিক আইডি নামের এই প্রকল্প বাস্তবায়নের জন্য এরইমধ্যে কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
শিশু কিরোরদের মধ্যে কেউ কেউ চুরি, ছিনতাই থেকে শুরু করে ডাকাতি পর্যন্ত করছে। এমনকি খুন কিংবা মাদক ব্যবসায় তাদের নাম। প্রায় সব ধরনের অপরাধের সঙ্গেই জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা। ক্রমান্বয়ে বাড়তে থাকা কিশোর অপরাধের পেছনে অনেকগুলো সামাজিক কারণ থাকলেও রাষ্ট্রের তথ্যগত পদ্ধতিতে ব্যাপক ঘাটতিকে অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, এটা একটা ইতিবাচক পদক্ষেপ। প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে হবে সেটা সম্পূর্ণ এই কার্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে। পথশিশু নিয়ে যারা কাজ করেন তাদের কাছে কিছু চিত্র আছে। একজন কিশোর অপরাধীকে চিহ্নিত করার জন্য এই ডাটাবেজ খুব গুরুত্বপূর্ণ। সমস্ত শিশু-কিশোরদের চিত্রটি আমাদের কোন ডাটাবেজে নেই।

জাতীয় তথ্যভান্ডারে শিশু-কিশোরদের ডাটাবেজ সংরক্ষণের লক্ষে ১০ বছর বয়স থেকেই ইউনিক আইডি দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে এই আইডির নম্বরের উপর ভিত্তি করেই হবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ব্যাংক একাউন্ট এবং টিন এবং বিভিন্ন লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাদাত হোসেন চৌধুরী বলেন, আমাদের টার্গেট হল পঞ্চম শ্রেণী। এখন ১৮ বছরের জন্য যেমন জাতীয় পরিচয় পত্র তাদের জন্য অন্যরকম একটা পরিচয় পত্র হবে। এক্ষেত্রে স্কুলে স্কুলে গিয়ে হালনাগাদের কাজ করবে নির্বাচন কমিশন। তবে স্কুল থেকে ঝরে পড়া শিশু-কিশোরদের তথ্য হালনাগাদ হবে বাড়ি বাড়ি গিয়ে। তিনি আরো বলেন, স্কুলে বা কলেজে আমরা যাব। সেখানে তাদের তথ্যগুলো আমরা নিব। ঝরে পড়া শিশু-কিশোরদের জন্য আমাদের বর্তমান যে পদ্ধতি আছে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য হালনাগাদ করা।

ইউনিক আইডি প্রকল্প বাস্তবায়নের জন্য এরইমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইসির এনআইডি উইং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (12)
Shiful Islam Sagor ১৫ নভেম্বর, ২০২০, ২:৪৬ এএম says : 0
দেশের সকল নাগরিকদের পরিচয়পত্র থাকা দরকার।
Total Reply(0)
Mh Milton ১৫ নভেম্বর, ২০২০, ২:৪৬ এএম says : 0
jonmer shate shate dewa ocit ,birth certificate cancel kora ocit
Total Reply(0)
Namiya Chowdhury ১৫ নভেম্বর, ২০২০, ২:৪৭ এএম says : 0
Teenager crime ar main reason ............ politics
Total Reply(0)
Anamul haq Bijoy ১৫ নভেম্বর, ২০২০, ২:৪৮ এএম says : 0
কিশোর অপরাধের প্রধান কারন হলো রাজনৈতিক উসকানি। এবং বিভিন্ন দলীয় নেতাদের আশ্রায় এবং মদদ এর কারন।
Total Reply(0)
Mohammad Rasel ১৫ নভেম্বর, ২০২০, ২:৪৮ এএম says : 0
এসব অনৈতিক কর্মকান্ডে বাবা মায়েরা দায়ী বেশি।।।সন্তানকে শাসন করে না।
Total Reply(0)
Fariya Farhana Riya ১৫ নভেম্বর, ২০২০, ২:৪৯ এএম says : 0
গনতন্ত্র সরকার না আসলে দেশে সব কিছু বৃদ্ধি পাবে।
Total Reply(0)
Tamalika Bosu Tama ১৫ নভেম্বর, ২০২০, ২:৫০ এএম says : 0
শিশু আপরাধ কমাতে হলে প্রথমে বন্ধ করতে হবে সকল এলাকার শিশু বা কিশোর গ্যাঙ্গ
Total Reply(0)
Md Al - Faroque ১৫ নভেম্বর, ২০২০, ২:৫১ এএম says : 0
যথাযত শাস্তি হলে, একজনের শাস্তি দেখে আর কেউ করবে না।
Total Reply(0)
Mamun ১৫ নভেম্বর, ২০২০, ২:৫১ এএম says : 0
মাদক, পর্নোগ্রাফি আর অশ্লীলতা বন্ধ করতে হবে।। আর আইনের শাস্তি কঠোর করতে হবে। কিন্তু কে করবে সেসব?? অপেক্ষায় থাকা ছাড়া পথ নেই।
Total Reply(0)
Arfan Parvez ১৫ নভেম্বর, ২০২০, ২:৫১ এএম says : 0
রাজনৈতিক ছত্রছায়ায় এরা গড়ে উঠছে।
Total Reply(0)
Leo Prodip Majhi ১৫ নভেম্বর, ২০২০, ১০:১৬ এএম says : 0
নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। তবে এখন যারা ৬ষ্ঠ থেকে ৯ম ১০ম-এ পড়ছে তার জন্যও ব্যবস্থা নিলে ভালো হবে।
Total Reply(0)
আফ্রাদ ১৫ নভেম্বর, ২০২০, ৮:১০ পিএম says : 0
এই সব জাতীয় পত্র দিয়ে দেশকে কতটুকু দূর্নিতি ও সন্ত্রাস মুক্ত রাখা যাবে? প্রকৃতপক্ষে কোন কার্ড দিয়ে বাংলাদেশে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়,যদি তাই হইত তবে বিশেষ তদন্তের মাধ্যমে একটু ফিরে তাকান পিছনের সময়গুলোর দিকে কতজন শিশু কিংবা কিশোর অপরাধী ও কতজন রাজনৈতিক নামক শব্দ ব্যবহার করা জাতীয় পত্রধারী অপরাধী। এটা শিশুর মেধা বিকাশের বাধা ব্যতিত অন্য কিছুই নয়। জাতীয় পরিচয় পত্রের নামে শিশুদেরকে অল্পতেই রাজনৈতিতে জড়ানো কৌশল।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন