শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুশাসন নিয়ে গোপালগঞ্জে সাংবাদিক কর্মশালা

গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১:৫৭ পিএম

গোপালগঞ্জে "সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ" শীর্ষক ২ দিন ব্যাপী অনলাইনে সাংবাদিক কর্মশালা শুরু হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়,জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও ইউরোপীয় ইউনিয়ন এ কর্মশালার আয়োজন করেছে।
আজ রোববার সকালে প্রধান অতিথি মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড.শাহনাজ আরেফিন এ কর্মশালার উদ্বোধন করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিশেষ অতিথির বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে আর্মেনিয়া থেকে যুক্ত হন পি ফোর ডি প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব আয়েশা আক্তার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোঃ মঞ্জুরুল আলম সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
প্রথম দিনে জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার এ কর্মশালা সমাপ্ত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন