বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুরাদনগরে সম্প্রীতি সমাবেশ

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লার মুরাদনগরে সাম্প্রদায়িক সৌহার্দ্য অব্যাহত রাখার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, বণ কুমার শিব, রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা: যুগল ব্রম্মচারী, শ্রীকাইল কলেজের সাবেক অধ্যক্ষ গোরাঙ্গ পোদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা জহিরুল ইসলাম, করিমপুর মাদরাসার মুফতি মাহফুজুল কবির, জাহানারা হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজর আসাদুজ্জামান, ঘোড়াশাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, পীর কাশিমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাও. আনম জসিম উদ্দিন মোল্লা ও গীতাপাঠ করেন থোল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা সেন গুপ্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন