শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দাউদকান্দিতে খেলাকে কেন্দ্র করে যুবক খুন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

দাউদকান্দি উপজেলার আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বেদে সম্প্রদায়ের রাজু সওদাগরের (২৮), হাতে থাকা ক্রিকেট ব্যাটের আঘাতে রবিউল সরকার (৩০), নামে এক যুবক খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহত রবিউল সরকার স্থানীয় দক্ষিণ গাজীপুর গ্রামের আ. মতিন সরকারের ছেলে। জানা যায়, গত শুক্রবার বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় মঠে খেলাকে কেন্দ্র করে রবিউল ও রাজুর মাঝে তুচ্ছ বিষয়ে নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু রবিউলের মাথায় ক্রিকেট ব্যাট দ্বারা আঘাত করলে ঘটনাস্থলেই রবিউল অজ্ঞান হয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ১টি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার করে। ঢাকা মেডিকেলে অজ্ঞান অবস্থাই গত শনিবার বিকালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন রবিউলের বাবা আ. মতিন সরকার। উল্লেখ্য, খুনি রাজু দাউদকান্দি পৌরসদরের বেদে সম্প্রদায়ের আব্দুল হক সওদাগরের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন