শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মহেশপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আমদানী নির্ভরতা কমিয়ে দেশিয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরনের উদোগ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় মহেশপুরে ৫০৭০ জন কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় ভূট্টা, বোরোধান, গম, মুগ, সরিষা ও পেয়াজবীজ পেলেন।
বিনামূল্যে সার ও বীজ বিতরন করার জন্য কৃষি অফিসের উদোগে গতকার সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বশাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সার বীজ বিতরন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বানু, কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, পৌরসভাসহ ১২টি ইউনিয়ন ইউনিয়নের মোট ৫০৭০জন চাষি বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন