মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিতাসে দুই গ্রুপের সংঘর্ষ

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

তিতাস যুবলীগের দুই নেতার আধিপত্যা বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় রাতেই তিতাস থানা পুলিশ মোশারফ হোসেন নামের একজনকে আটক করেছে। গত রোববার বিকেলে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামের জুই¹া মার্কেটের মুছা মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. লিটন গ্রুপ ও সহ-সভাপতি মুক্তার হোসেন গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত রোববার বিকেলে লিটন গ্রুপের শহিদুল ইসলাম ও মুক্তার গ্রুপের প্রধান মুক্তার উভয়ে প্রথমে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরলে এ সময় উপস্থিত উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে এবং ৫ জন আহত হয়। আহতরা হলো লিটন গ্রুপের শহিদুল ইসলাম, মুক্তার গ্রুপের মুক্তার, রহমান, ইউনুছ ও বাসুরা বেগম। এ বিষয়ে লিটন বলেন, মেম্বার মুন্নাফ মিয়া (৬৫)কে মুক্তার গালমন্দ করছে বলে শহিদুল ইসলাম শুনতে পায়। পরে কী কারণে গালমন্দ করেছে জানতে চায় মুক্তারের নিকট এ সময় মুক্তার তার সাথে থাকা ছুরি দিয়ে শহিদুলকে ছুড়িকাঘাত করতে চাইলে দুইজনের মধ্যে হাতাহাতি হয়।

এদিকে আহত মুক্তার বলেন, বিকেল ৫টায় আমি মুছা মিয়ার চায়ের দোকানে বসা ছিলাম। এ সময় লিটন, শহিদুলসহ ২০-৩০ জন আমার উপর অতর্কিত হামলা করেছে। এ বিষয়ে তিতাস থানার ওসি বলেন, এ ঘটনায় মুক্তার গ্রুপের সেকান্দর বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন