শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শুধু ধাননির্ভরতা নয়, দরকার শস্যের বহুমুখিতা

ইন্দুরকানীতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইন্দরকানীতে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রাতে জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, কৃষিতে শুধু ধান চাষ নির্ভর হলে চলবে না। আমাদের দরকার শস্যের বহুমুখিতা। দেশ আজ খাদ্যে শুধু স্বয়ং সম্পূর্ণ নয়, খাদ্য উদ্বৃত্ত হয়েছে। আমরা আমদানি নির্ভরতা কাটিয়ে উঠেছি। কৃষি মেলা উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম মতিউর রহমান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিফতরের উপপরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির প্রমুখ
আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, মানুষ যদি শান্তিতে না ঘুমাতে পারে তবে আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই। আমি সব সময় বলেছি কারো ক্ষমতা স্থায়ী নয়। এটা আসে এবং যায়। তাই রাজনৈতিক নেতাদের বাড়াবাড়ি করা ঠিক না। আসুন, আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে স্বাধীনতার সুফল পেতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। রাজনীতিতে মাস্তানির কোনো স্থান নেই। পরে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির তালুকদার স্বপন, সদস্যসচিব মো. শাহীন হাওলাদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন