শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গৌরনদীতে যৌতুকের দাবিতে নির্যাতন স্বামী গ্রেফতার

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম


বরিশালের গৌরনদীতে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে এক সন্তানের জননীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার নির্যাতিতা গৃহবধূ স্বপ্না বেগম বাদী হয়ে স্বামী আবু বক্কর সিদ্দিককে আসামি করে গত সোমবার দিবাগত রাতে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে। সে উপজেলার বড় কসবা এলাকার নুর মোহাম্মদ খানের ছেলে। সিদ্দিককে গতকাল দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
থানার সেকেন্ড অফিসার এসআই হারুন-অর-রশিদ জানান, ১২ বছর পূর্বে আবু বক্কর সিদ্দিকের সঙ্গে স্বপ্না বেগমের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে মেয়ে জামাতা সিদ্দিককে ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। গত ৬ মাস ধরে সিদ্দিক ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুক দিতে অস্বীকার করায় সিদ্দিক প্রায়ই স্বপ্নাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। দাবিকৃত যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে গত ১২ নভেম্বর সিদ্দিক স্ত্রী স্বপ্নাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন