জয়পুরহাট জেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে প্রকাশ্যে চলছে চোরাচালান, ফলে সরকার নিষিদ্ধ বিস্ফোরক দ্রব্য, পটকাসহ নানা ভারতীয় পণ্য দেশীয় বাজার সয়লাব হলেও নীরব আইনশৃঙ্খলা বাহিনী। জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটলিয়ন অন্যত্র বদলি হয়ে যাওয়ার সুযোগে ওই এলাকায় সীমান্ত চোরাচালান কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিজিবির কতিপয় অসাধু সদস্য লাইন ম্যান ও চোরাকারবারী সিন্ডিকেটের সদস্য যোগসাজসে দিনে ও রাতে ভারত থেকে নির্বিঘেœ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে বিট লবণ, শাড়ি, থ্রিপিস, স্টিল সামগ্রী, জিরা, মাদকসহ প্রভৃতি পণ্য, বিনিময়ে দেশ থেকে ভারতে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। এদিকে বাংলাদেশ সরকার ভারতীয় শক্তিশালী বিস্ফোরক জাতীয় দ্রব্য পটকা আমদানি নিষিদ্ধ ঘোষণা করলেও এ আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চোরাকারবারীরা হাজার হাজার ছোট বড় নানা ধরনের শক্তিশালী পটকা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের বাজার সয়লাব করছে। কথিত আছে এসব ভারতীয় পটকা থেকে বারুদ বের করে নিয়ে সন্ত্রাসীরা বিভিন্ন মারণাস্ত্র তৈরি করছে। এলাকার সচেতন মহলের অভিমত দেশে জঙ্গি ও সন্ত্রাসী আতঙ্ক বিদ্যমান এবং প্রশাসন জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী আটক অভিযান অব্যাহত রেখেছে কিন্তু এর মধ্যে সীমান্ত পয়েন্টগুলো চোরাকারবারীদের দখলে যাওয়ায় যে কোন সময় চোরকারবারীর ছদ্দ বেশে জঙ্গি অথবা শীর্ষ সন্ত্রাসীরা দেশ ত্যাগ করে ভারতে পারি জমাতে পারে। আবার দেশে অরাজকতা সৃষ্টির জন্য ছোট বড় আগ্নেয়াস্ত্র বিম্ফোরক দ্রব্য যে কোন সময় দেশে প্রবেশ করিয়ে নিতে পারে। এ ব্যাপারে কয়া বিওপির দায়িত্বরত কমান্ডার দেলোয়ারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, সীমান্ত এলাকায় আগের চাইতে নজরদারি আরোও বেশি বাড়ানো হয়েছে। তবে আমাদের অনুপস্থিতিতে কিছু হলে সে বিষয়টি আমাদের জানা নেই। তবে সীমান্ত এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ও লাইন ম্যানরা ব্যবসা করতে না পারায় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে আসলে অভিযোগগুলো ঠিক না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন