হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একশ্রেণী বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে খুর্শিদ মহল সেতু। হোসেনপুর-গফরগাঁও, সড়কে ব্রহ্মপুত্র নদের ওপর এই সেতু নির্মাণ করা হয় এলাকার জনস্বার্থে। অভিযোগ রয়েছে সেতুর উত্তর পাশে (উজান) এক কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলনের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কতিপয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেতুসংলগ্ন এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। স্থানীয় সূত্র জানায়, হোসেনপুর-গফরগাঁও ব্রহ্মপুত্র নদ থেকে প্রতি বছর কয়েক কোটি ঘন ফুট বালু অবৈধভাবে উত্তোলন করে অসাধু বালু ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লুটে নিচ্ছে। স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে এসব দেখেও না দেখার ভান করছেন। ফলে সরকার বঞ্চিত হচ্ছে হাজার হাজার টাকা রাজস্ব থেকে। বিষয়টি কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে নজর দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন