সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ বন্ধ করে সুন্দরবন রক্ষার দাবিতে গতকাল শুক্রবার সকালে গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে। সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জাহিদুল আলম আল জাহিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক অঞ্জন দাস, আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন সামাজিক সংগঠন প্রতিবেশ আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন বাপ্পি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক কাজী আশিক, ছাত্রনেতা মাহমুদ কলি হারুন প্রমুখ। বক্তারা বলেন, পৃথিবীর মানচিত্রে সুন্দরবন একটাই। প্রাকৃতিক বিপর্যয় থেকে হাজার হাজার প্রাণ, সম্পদ, প্রকৃতিকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এই সুন্দর বন। সুন্দরবন ধবংস করে সেখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা গত দুই বছর ধরে করে আসছে এদেশের জনগণ। তাই জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন