স্টাফ রিপোর্টার, সাভার থেকে
নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেনকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় অবস্থিত সাভার মডেল কলেজ চত্বর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, কলেজে বসে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধের সময় সাভারে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, বোমা হামলাসহ নাশকতার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন