লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসএম ওবায়দুর রহমানের বসতভিটা জোরপূর্বক দখল করে রেখেছে আলী আজগর রাজা। লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান বলেন, আমার ছোট ভাই আলী আজগর রাজা বিশেষ প্রয়োজনে তার স্থাবর-অস্থাবর সকল জমি আমার কাছে রেজিস্ট্রি দলিলমূলে ২০১০ সালে বিক্রি করে দেয়। কিন্তু সে আমার ক্রয়কৃত সম্পত্তি জবর-দখল করে রেখেছে। আমি তাকে জমি বুঝাইয়া দিতে বললে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকেসহ পরিবারের লোকজনকে হত্যা করার হুমকি দেয়। এমনকি একই জমি পুনরায় বিক্রি করার জন্য পাঁয়তারা করছে। আমি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য লোহাগড়া থানায় সাধারণ ডায়েরী করি। এ ব্যাপারে ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নাজমুল আলম টগর বলেন, মুক্তিযোদ্ধা এসএম ওবায়দুর রহমানের বসতবাড়ি জোরপূর্বক দখল করে রেখেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন