শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটের বিয়ানীবাজারে ৪০০ পিস ইয়াবা সহ এক যুবক আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২০, ৩:৫৬ পিএম

সিলেটের বিয়ানীবাজারে ৪০০ পিস ইয়াবা সহ হোসাইন আহমদকে (৩০) গ্রেফতার করেছে। উপঝেলার বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক থেকে মাদক বিরোধী সেলের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।সে মৌলভীবাজারের বড়লেখা থানার বড়াইল গ্রামের বিলাল মিয়ার পুত্র। তার বিরুদ্ধে মাদক আইনে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন এসআই কামরুল আলম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হোসাইনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান জানান, সিলেট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন