হিলি সংবাদদাতা
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা শহীদ মিনার চত্বরে হিলি-হাকিমপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক চৌধুরী, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হারুন, যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম লিটন, পৌর যুবলীগ সভাপতি মাহমুদুল হাসান উজ্জল ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন