শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রামগতিতে শ্লীলতাহানির মামলা

নিরাপত্তাহীনতায় তরুণীর পরিবার

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

লক্ষ্মীপুরের রামগতিতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে শ্নীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার পর আসামি পক্ষের লোকজনকে হুমকি-ধামকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে ওই তরুণীর পরিবার। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মেঘনা নদীর ভাঙনে কমলনগর উপজেলার চরফলকন এলাকার বসতবাড়ি হারিয়ে চার বছর আগে তরুণীর পরিবার পার্শ্ববর্তী রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকায় অন্যের বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ির আবু মুন্সীর ছেলে আমির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তরুণীর। এরপর বিয়ের প্রলোভনে তরুণীর শ্নীলতাহানি করে আমির হোসেন। বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে আমির। একপর্যায়ে মেয়েটি আমিরের বিরুদ্ধে মামলা করে।

ভুক্তভোগী তরুণীর মা জানান, সহায়-সম্বলহীন হওয়ার কারণে তার মেয়েকে আমিরের পরিবার বউ করে নিতে চাচ্ছে না। এতে করে তার মেয়ের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ ব্যাপারে সমাজের গণ্যমান্যদের কাছে বিচার চেয়ে কোনো সমাধান পাননি। তাই থানায় মামলা করেছেন। কিন্তু মামলা করার পর থেকে আমিরের চাচা মো. আলাউদ্দিনসহ পরিবারের অন্য সদস্যরা তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন।
এসব বিষয়ে অভিযুক্ত আমির হোসেন ও তার পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, আমির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ভুক্তভোগী অসহায় ওই পরিবারটির নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন