বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদ্রাসা ছাত্র আটক

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার বরুড়ায় শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর একটি টিম অভিযান চালিয়ে বরুড়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা (পুরান মাদ্রাসা) থেকে মোঃ আব্দুল কাইয়ুম (২৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে জঙ্গি সন্দেহে আটক করে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় দেড়টার দিকে চট্টগ্রাম পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর ইন্সপেক্টর আবু জাফর মোহাম্মদ ফারুকের নেতৃত্বে একটি টিম বরুড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার জামিয়াতুল ইসলামি দারুল উলুম বরুড়া মাদ্রাসা থেকে জঙ্গি সন্দেহে মো. আব্দুল কাইয়ুমকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাওলানা ইসহাক খান সংকলিত পরকালের পথে যাত্রা নামে পুস্তিকা, তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ৪টি সিমসহ নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত মো. আব্দুল কাইয়ুম চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের আবু তাহেরের ছেলে এবং বরুড়া জামিয়াতুল ইসলামি দারুল উলুম মাদ্রাসার দাওরা হাদীস বিভাগের ছাত্র। মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ নোমান জানান, ওই ছাত্র গত একমাস পূর্বে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়। এ ব্যাপারে বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদার জানান, চট্রগ্রাম পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর ইন্সপেক্টর বিষয়টি আমাকে অবহিত করেন। পরে আমাদের সহযোগিতায় ঐ ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন