ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে কোনো সুফল সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। যার যার মত নেতৃত্ব দিয়ে চলছে। এতে দলের অবকাঠোমো ভেঙ্গে পড়েছে। ক্ষতি হচ্ছে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে কোন নেতার কাছে যাব? সিদ্ধান্তহীনতার অভাবে তৃণমূল কর্মীদের মনোবল দুর্বল হয়ে পড়েছে। ফরিদপুর জেলা বিএনপির কমিটির মেয়াদ ইতিপূর্বে শেষ হয়েছে। কোনো কমিটি এখন পর্যন্ত গঠন করতে পারে নাই। নতুন কমিটি গঠন না হওয়ার কারণে জোড়ালো কোনো আন্দোলনে নামতে পারছে না বিএনপি। এদিকে ৯টি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের দাবি ত্যাগি সহসী নেতা যারা বিগত দিনে হামলা মামলায় নির্যাতিত তাদেরকে নিয়ে একটি ভালো কমিটি তৈরী হোক। যারা সঠিক সময় দলের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নতুন কমিটিতে যেন কোনো বেয়াদপ ও উচ্ছৃঙ্খল নেতা স্থান না পায়। তাদের অবশ্যই কমিটি থেকে দূরে রাখতে হবে। একাধিক সিনিয়র নেতা জানান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, শাহ্ মোঃ আবু জাফর, মাহবুবুল হাসান পিংকুর সম্বনয়ে একটি ভালো বিএনপির কমিটি তৈরী করে দিতে পারলে একটি শক্তিশালী কমিটি হত। সম্ভাব্য সভাপতি ও সম্পাদক নেতারা হচ্ছেন- সভাপতি- শাহ্ মোঃ আবু জাফর, মাহবুবুল হাসান পিংকু, সাব্বির হোসেন খান (সেজো ভাই), সাধারণ সম্পাদক- রাশিদুল হাসান লিটন ও আফজাল হোসেন খান পলাশ-এর নাম শোনা যাচ্ছে। তবে এদের প্রতি তৃণমূল নেতাকর্মীদের কিছুটা দুর্বলতা আছে। তার কারণ হচ্ছে ফরিদপুরে কেন্দ্রীয় কমিটির অনেক নেতা আছে যারা ফরিদপুরের খবর রাখেন না, কিন্তু এরা রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন