নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বন্যাদুর্গদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ নীলফামারী জেলা শাখা। গতকাল শুক্রবার সকালে টেপাখড়িবাড়ী আরডিআরএস অফিস চত্বরে নগদ অর্থ বিতরণ করেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহেদ জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিশের জেলা শাখার সভাপতি সরওয়ারুল আলম বাবু, সাধারণ সম্পাদক আবদুল রাহাদ সোহাগ, নীলফামারী কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ। টেপাখড়িবাড়ী ইউনিয়নের দেড় শতাধিক বন্যার্ত মানুষকে ১৫০ টাকা করে প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন