শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে সড়ক সম্প্রসারণের নামে জমি জবর-দখলের অভিযোগ উঠেছে। এই অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে এবং মেয়রের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পাহাড়ি পরিবার। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারটি। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের কর্তা পরিতোষ চাকমা। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আইনের কোনরকম তোয়াক্কা না করে পৌর মেয়র রফিকুল আলম পৌর এলাকার অনেক বাসিন্দার জায়গা বেদখল করে আসছে। এরই অব্যাহত ধারাবাহিকতায় সড়ক নির্মাণের নামে জমি অধিগ্রহণ ছাড়াই পৌরসভার মিলনপুর এলাকায় আমার বাড়ির প্রায় ৮ শতক জায়গা দখল করে নিয়েছে। যার আনুমানিক বাজার দর প্রায় ৫০ লাখ টাকা। আর মেয়রের এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে নির্যাতন করা হয়। সংবাদ সম্মেলন থেকে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমের অপসারণ দাবি করে দখলকৃত ভূমির ক্ষতিপূরণ চান তিনি। এ সময় সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য সন্তোষ কুমার চাকমা, রিনা চাকমা ও ঝর্ণা চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন