কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের পশ্চিম দর্শনা গ্রামের প্রফুল্ল কুমারের ছেলে দর্শনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মজুমদার (৪৫) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। আর স্কুল শিক্ষকের নিখোঁজের কারণে স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ গ্রামবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ১৪ আগষ্ট দুপুরে স্কুল শিক্ষক ননী গোপাল মজুমদার শরীরিক চিকিৎসার জন্য বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এরপর থেকেই তিনি নিখোঁজ থাকেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে ব্যাপক খোঁজাখুঁজির পরে সন্ধান না পেয়ে অবশেষে ১৫ আগষ্ট ডাসার থানায় সাধারন ডায়েরী করে নিখোঁজ স্কুল শিক্ষকের ভাই প্রভাত কুমার মজুমদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন