গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে এক শিশুকে (৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে সমীর মালাকার (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে পুলিশ সমীরকে গ্রেফতার করে। শিশুটিকে আহতাবস্থায় গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, গত বৃহস্পতিবার সকালে সমীর মালাকার রঘুনাথপুর গ্রামের মধ্যপাড়ায় একটি পেয়ারা বাগানে ফুঁসলিয়ে ওই শিশুটিকে নিয়ে যান। সেখানে ধর্ষণ করতে গেলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করে দেয়া হয়েছে। তারা মেডিকেল করে দ্রুত রিপোর্ট জমা দেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন