শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বামনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অবহিতকরণ সভা

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বরগুনার বামনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের নন্দিনী হাইজিন কর্ণার বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন বরগুনা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, ইউনিসেফের প্রতিনিধি এ এইচ তৌফিক আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. চৌধুরী কামরুজ্জামান, শিক্ষার্থী শায়লা জাহান ও সিদ্দিকুর রহমান। পরে প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বামনা সরকারি সারওয়ারজান পাইলট উচ্চ বিদ্যালয়ে নন্দিনী হাইজিন কর্ণারের শুভ উদ্ভোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন