জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপত্য নিয়ে কোনো পাকিস্তানি প্রেত্মাতা ষড়যন্ত্র করলে সারাদেশে কৃষক লীগের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ার দিয়েছেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ।
গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে ‘ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত’ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র্যালী পূর্বক সমাবেশ তিনি এ হুশিয়ারী দেন। র্যালীটি শহিদ মিনার থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কৃষক লীগের নেতাকর্মীরা।
সমীর চন্দ বলেন, আজকে কৃষক সমাবেশ থেকে বলতে চাই-যারা বাংলাদেশের পাকিস্তানি, যারা বঙ্গবন্ধুর স্থাপত্য নিয়ে কথা বলেন, যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন, তাদের বাংলার মাটিতে স্থান নেই। বঙ্গবন্ধুর স্থাপত্য নিয়ে কোনো পাকিস্তানি প্রেতাত্মা ষড়যন্ত্র করে সারাদেশের কৃষক সমাজ কৃষক লীগের নেতৃত্বে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
কৃষক লীগের সভাপতি আরো বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশর মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্বকারী দল, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সেই ৭১ এর পরাজিত শত্রুদের প্রেতাত্মা ও তাদের কুসন্তানরা বাংলার বুকে বেঁচে আছে।
কৃষিবিদ সমীর চন্দ বলেন, বাংলাদেশের বিজয় দিবস আসলে তাদের মাথা গরম হয়ে যায়। সারা বাংলার মানুষের অনুভ‚তি, মুক্তিযুদ্ধের চেতনার অনূভুতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। ধর্মের নামে জাতির পিতার স্থাপত্য নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আসলে ধর্ম ব্যবসায়ীও না, তারা পাকিস্তানি। সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বলেন, ৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে এগিয়ে নিতে কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। কৃষকরত্ন শেখ হাসিনা ৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে ৯৬ কোটি টাকা বরাদ্দ দিয়ে কৃষকদের কল্যাণে কাজ করেছেন। ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন