শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে দীপ হত্যা মামলার আসামী রিয়াদ গ্রেফতার

বিপজ্জনক জন্মদিন পালন যেন কোন সন্তানের বিদায় ঘন্টায় পরিণত না হয়

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৭:০৫ পিএম

বরিশালে কির্তনখোলা নদীতে ট্রলারে করে বন্ধু বান্ধবসহ জন্মদিন পালনকালে নদীতে পরে নিখোঁজ দীপ হত্যা মামলার প্রধান আসামী কিশোর রিয়াদ হোসেনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। গত ২ নভেম্বর দীপ বন্ধুদের নিয়ে ট্রলারে করে কির্তনখোলা নদী ভ্রমণে যায়। সেখানে এক পর্যায়ে রিয়াদ দীপকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিলে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে পরদিন নদী থেকে দীপের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দীপ-এর পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় রিয়াদ সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বুধবার রাতে বাসা থেকে আসামী রিয়াদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরন করলে সে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে বলে পুলিশ জানিয়েছে। রিয়াদকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্যআসামীদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ কাজ করছে বলে বিএমপি’র পক্ষ থেকে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন